মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চার ডাকাতসহ ২৩ জন গ্রেফতার হয়েছে।এ সময় পুলিশের শর্টগানের গুলিতে জিলকত (২৪) নামে এক ডাকাত সদস্য আহত হয়।
পাশপাশি ডাকাতের ছোড়া ককটেলে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কাযালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, ওই সময় তিনটি তাজা ককটেল,দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলিসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ জিলকত মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিলকতকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টায় মানিকগঞ্জ সদর উপজেলার বাইতরা গ্রামে অভিযান চালায়।
এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। ককটেলে কনস্টেবল রাশেদুল ইসলাম আহত হন।
পরে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে আহত হয় ডাকাত জিলকত। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে জিলকতের দেয়া তথ্য অনুযায়ী রাজবাড়ির গোয়ালন্দ থেকে আলমগীর ও সোহেলসহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জিলকদ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকতে পারে বলে জানান পুলিশ সুপার।
বি.এম খোরশেদ/এএম/এমএস