মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা ভাঙাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় বাসের অন্তত ১৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানায়, বুধবার সকালে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ইছাখাদা ভাঙাব্রিজ এলাকায় এক পথচারীকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১৩ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
আরাফাত হোসেন/এফএ/আরআইপি