সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার কমিশন। বুধবার বেলা ১১টায় জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
হাওরের বাধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি পর্যায়ের ব্যক্তিসহ তৃণমূল জনপ্রতিনিধিরা জড়িত উল্লেখ করে বক্তারা বলেন, ফসলরক্ষা বাধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বছরের পর বছর অবহেলিত সুনামগঞ্জের লাখ লাখ কৃষকের বছরে একটি মাত্র ফসল পানির নিচে তলিয়ে যায়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন কমিশনের নেতাকর্মীরা। এসময় বক্তব্য দেন কমিশনের জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, কমিশনের উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা রৌজ আলী, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনির উদ্দিন, কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ থেকে অসময়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রায় সবকটি হাওরের বোরো ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়। সরকারি হিসেব মতে ক্ষতির পরিমাণ একলাখ একহাজার হেক্টর ধানী জমি তলিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।
তবে সরকারের এ হিসাব মানতে নারাজ কৃষক ও হাওর বিশেষজ্ঞরা। তাদের দাবি তলিয়ে গেছে প্রায় ২ লাখ হেক্টরের ফসলি জমি যার ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি টাকা। হাওরডুবির পর থেকেই বাধ নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের গ্রেফতার ও জেলাকে দুর্গত ঘোষণার দাবিতে জেলার সর্বত্র প্রতিনিয়ত মানববন্ধ-সভা-সমাবেশ ও ঝাড়ু মিছিল করে আসছেন ক্ষতিগ্রস্ত কৃষক-জনতা।
রাজু আহমেদ রমজান/এফএ/পিআর