আগাম বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়ায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন রাষ্ট্রপতির ছেলে স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধানের ভাণ্ডার হিসেবে খ্যাত এই তিন উপজেলার অন্তত ২৫টি হাওরে ৩৩ হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে।
একদিকে কৃষকের ফসল তলিয়ে গেছে অপরদিকে ঋণের বোঝা নিয়ে এলাকার হাজার হাজার কৃষক শরণার্থীর মতো পালিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় এই তিন উপজেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।
একই সঙ্গে কৃষকের কৃষিঋণ মওকুফ করে নতুন ঋণ দেয়া এবং ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণসামগ্রীর জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জানান এমপি তৌফিক।
ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/এএম/পিআর