দেশজুড়ে

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি : চাঁপাইনবাবগঞ্জ থেকে দুই জঙ্গির বাবা আটক

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল কোদালকাঠীতে অভিযান চালিয়ে দুই জঙ্গির বাবাকে আটক করেছে। আটককৃতরা হলো কোদালকাঠী গ্রামের জঙ্গি ইঞ্জিনিয়ার রাবু’র (২৮) বাবা ইমাম মাস্টার ও জঙ্গি জসীম উদ্দিনের বাবা শরিফুল ইসলাম। শনিবার রাতে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাঠী গ্রামে ঢাকা পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানার পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও বিজিবির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে অভিযুক্ত ইঞ্জিনিয়ার রাবু ও জসীম উদ্দিনকে পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়াদের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দোকালকাঠী গ্রামের ইমাম মাস্টারের ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাবু ও শরিফুল ইসলামের ছেলে জসীম উদ্দিনকে গ্রেফতারে সীমান্তবর্তী ওই গ্রামে অভিযান চালানো হয়। কিন্তু তাদের না পেয়ে দুই জঙ্গির পিতাকে আটক করা হয়। আলাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় ঢাকার একটি দল চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।এসএস/আরআইপি