দেশজুড়ে

ঠাকুরগাঁও পৌরসভায় কর্মবিরতি

উচ্ছেদ অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনুর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মচারী পরিষদ।

বৃহস্পতিবার সকাল থেকে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে পৌরসভার সকল দাফতরিক কাজ বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ঠাকুরগাঁও পৌর কর্মচারী পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দফতর সম্পাদক বেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে পৌরসভার চারজন কর্মী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা বাধা দেয়। এ সময় পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্ন সুপার ভাইজার মনসুর আলী মনুর ওপর হামলা চালায় মোটর পরিবহন শ্রমিক লীগ নামধারী শ্রমিকরা।

নিজেরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে পৌর কর্মচারী মনুর হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রবিউল এহসান রিপন/আরএআর/আরআইপি