দেশজুড়ে

জয়পুরহাট গণহত্যা দিবস

২৬ এপ্রিল জয়পুরহাট গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলা সদরের কড়ই কাদিপুর গ্রামে ৩৭১ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী গভীর রাতে সান্তাহার থেকে ট্রেনযোগে এসে দখল করে নেয় তৎকালীন মহকুমা শহর জয়পুরহাট। ২৫ এপ্রিল থেকে পাকিস্তানী বর্বর হানাদার বাহিনী বাড়িতে বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ আর নির্বিচারে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। ২৬ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামে দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্থানী হানাদার বাহিনী নৃশংসভাবে ৩৭১ জন নিরীহ মৃৎ শিল্পীকে হত্যা করে বধ্যভূমিতে ফেলে দেয়।দিবসটি উপলক্ষে রোববার বেলা ১২টায় ৩৭১ জন শহীদের স্মরণে স্থানীয় সমাজসেবী সংস্থা সৃজনির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।এমজেড/এমএএস/আরআইপি