আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪২৪ সন। পুরাতন বছরের জরাজীর্ণ দূর করে নতুনের কেতন উড়িয়ে বৈশাখ এসেছে বাংলাকে নবরূপ দিতে। বৈশাখের বাতাবরণে ধরণী অস্থির হলেও বাঙালির মন হয়ে ওঠে আরও যৌবনা। অতীতের সকল গ্লানি মুছে বাঙালি ফিরে পাবে নবপ্রাণ।
হাজার বছরের ইতিহাসে বর্ষবরণের আবেগের কথা গেঁথে আছে মর্মে মর্মে। একেবারেই বাঙালির উৎসব বর্ষবরণে গ্রাম বাংলার সংস্কৃতির খাঁটি রূপ রূপায়িত হয়।
দিনটি ধরেই গ্রামের মানুষ এখনো তাদের জীবনপঞ্জিকা সাজায়। এদিন বাঙালি হিংসা-বিদ্বেষ ভুলে স্বজনের বন্ধনে আবদ্ধ হয়। নানা স্বাদের পিঠা-পায়েসে আপ্যায়ন চলে দিনভর। চলে পান্তা উৎসবের মহাযজ্ঞ। সাম্প্রতিক বছরগুলোত বৈশাখ উৎসবে যোগ হয় জাতীয় মাছ ইলিশও।
বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণের মহা আয়োজনে মেতে উঠেছে গোটা দেশের ন্যায় কুড়িগ্রামেও জাকজমকপূর্ণভাবে পালন করা হয় বৈশাখ।
জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখের এক বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রামবাংলা সংস্কৃতি তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জাফর আলী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা প্রশাসক খান নরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।
নাজমুল হোসেন/এআরএ/এমএস