রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুনামগঞ্জের হাওর পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
শুক্রবার বেলা ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন নিয়ন্ত্রিত সকল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সরকারদলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন, সাংসদ মহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান, বীরপ্রতীক ইদ্রিস আলী, জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, মুক্তিযোদ্ধা নুরুল মুমেন, আলী আমজদ, মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওদিন বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সন্ধ্যায় জেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের সঙ্গে জেলা শহরের শিল্পকলা একাডেমি ভবনে মতবিনিময় করবেন।
পরবর্তীতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে একান্ত বৈঠক শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করার কথা রয়েছে তার। পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
রাজু আহমেদ রমজান/এএম/পিআর