ভূমিকম্প আতঙ্কে সাভারের আল মুসলিম গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের একটি অংশ সোমবারও কারখানার প্রবেশ না করে মূল ফটকের বাইরে অবস্থান করছেন। ভবন ফেটে পড়তে পারে এমন আতঙ্ক থেকে তারা কারখানার ভেতরে প্রবেশ করছেন না বলে জানা গেছে।এদিকে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনের এলজে গার্মেন্টস ও এ্যালায়েন্স গামেন্টের শ্রমিকরা এবং জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেড, গ্রিন লাইফ ক্লথিং, উইন্ডি গার্মেন্টস, জিরানীর ডরিন গার্মেন্টের শ্রমিকেরা ভূমিকম্প আতঙ্কে কারখানায় ভেতরে প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে দি রোজ ড্রেসের মালিক ও বিজিএমইর সভাপতি আতিকুল ইসলাম শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক করে কাজে যোগ দেওয়ার আহবান জানান। এমনকি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মাইকিং করেও কাজে যোগদান করাতে পারেনি। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের মধ্যে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করায় তারা কারখানার ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে বিধায় এমনটি হচ্ছে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এসএস/এমএস