দেশজুড়ে

সুনামগঞ্জে ৫ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের ছাতকে ৫ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহতদের স্থানীয় কৈতক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের চেচান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষ চলাকালীন সড়কের উভয় পাশে শতাধিক যান আটকা পড়ে জনভোগান্তির সৃষ্টি হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজব্বির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান এলাকায় অবস্থিত সিভিপি (চেচান-ভাউর-পরশপুর) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে বিজিত ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে চেচান-ভাউর-পরশপুর-রাতপুর ও ধনপুর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করেও বক্তব্য জানা যায়নি।

রাজু আহমেদ রমজান/এফএ/এমএস