শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের পুটিয়াকান্দিতে পহেলা বৈশাখ উপলক্ষে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর। আর এতে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা জুয়া খেলার নেশায় ব্যস্ত।
শুক্রবার ও শনিবার দুইদিন যাবত চলছে এ জুয়ার আসর। মোট ৫০টি জুয়ার আসর বসেছে।
সরেজমিন ঘুরে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহজাহান মাদবর, বাসার মুসল্লী, শাহিন সরদার, জুলহাস মাদবর, নুর আলম খান ও সেলিম মেম্বার জুয়া খেলার নেতৃত্ব দেন।
জুয়ার আসর বসানো ওয়াসিম সরদার ও মনির হোসেন বলেন, প্রতি বছরই এইদিনে জুয়ার আসর বসাই। আমাদের আসরে ৫ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ধরা যায়।
এ ব্যাপারে রাজনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য এমএ মামুন খানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
তবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহেলা বেগম মুঠোফোনে বলেন, আমার পক্ষে জুয়ার আসর বন্ধ করা সম্ভব নয়। এর জন্য এলাকাবাসী ও পুরুষ কাউন্সিলরদের দরকার বলে আমি মনে করি।
রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির গাজি বলেন, মেলা বা জুয়ার বিষয়ে আমি মাথা ঘামাই না।
নড়িয়া থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, ওখানে মেলা বসে জানি কিন্তু জুয়ার ব্যাপারে আমি জানি না। তবে বিষয়টি দেখছি।
এলাকাবাসী জানান, প্রতিবছর জুয়ার আসর বসে এখানে। তাছাড়া এ এলাকায় প্রতিদিনই জুয়া খেলা হয়। আমরা এলাকাবাসী জুয়া খেলতে বাধা দিতে যাই না। কারণ যারা জুয়ার আসর বসায় তারা ক্ষমতাবান। আমরা প্রশাসনের কাছে এ জুয়া খেলা বন্ধ করার দাবি জানাই।
মো. ছগির হোসেন/এফএ/এমএস