ক্যাম্পাস

ভিন্নধর্মী আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির বর্ষবরণ

‘ফিরে যাব ছেলেবেলায়, এবারের এই বৈশাখী মেলায়’ স্লোগান নিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ উদযাপন করেছে।

নতুন বছরকে বরণ করে নিতে এনএসইউ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, পাহাড়ি ধামাইল, লাঠি নৃত্য, গ্রামীণ লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী উপকরণ, বাউল গান, নাচ-গান, গম্ভীরা, পুতুল নাচ, বানর খেলা, ফ্ল্যাশ মবসহ ভিন্নধর্মী সব আয়োজন। সব মিলিয়ে গ্রামের মেলার পরিবেশের স্বাদটুকু যেন পেল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল ৯টায় এনএসইউ পরিবারের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব শুরু হয় আর সময়ের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট-এর বিশেষ পরিবেশনার মাধ্যমে বিকেল ৫টায় অনুষ্ঠান শেষ হয়।

এ উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং জাতিসংঘে নিযুক্ত সাবেক অ্যাম্বাসেডর ও স্থায়ী প্রতিনিধি প্রফেসর এমেরিটাস এ কে আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপচার্য গিয়াসউদ্দিন আহসান এবং ট্রেজারার ড. গৌড় গোবিন্দ গোস্বামী।

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি বর্ষবরণ উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

বিএ/এমএস