দিনাজপুরে বজ্রপাতে বাবুল হোসেন ( ৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পশ্চিম চাউলিয়াপট্টি সাধুর ঘাট এলাকার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের প্রাচীর নির্মাণকালে এ ঘটনা ঘটে। তিনি কাহারোল উপজেলার সুন্দল গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি রেজওয়ানুর রহিম জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে নির্মাণ শ্রমিক বাবুল হোসেনের শরীর ৯০ ভাগ পুড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তার মৃত্যুর সংবাদ পেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি