গাইবান্ধায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বাদশা মিয়া আহত হয়েছেন।
শনিবার বিকেল সোয়া ৪টার পর শুরু হয় এই ঝড়। আধা ঘণ্টাব্যাপি ঝড়ো হাওয়ায় জেলার সাত উপজেলার কাঁচা ঘর-বাড়িসহ, অসংখ্য গাছপালা, শাক-সবজির ক্ষেত ও ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়।
এসময় গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি জায়গায়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় চরাঞ্চলে। জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে প্রায় ৩০টি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয় বলে মুঠোফোনে জানিয়েছেন ইউপি চেয়ারম্যানরা।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বলেন, ঝড় থেমে যাওয়ার পর কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে।
গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, ঝড়ে বিভিন্নস্থানে ক্ষয়ক্ষতির কথা শুনেছি। কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসেব করার জন্য কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলা হয়েছে।
এমএএস/জেআইএম