ধর্ম

আলোকিত জ্ঞানী ২০১৭ : ঢাকা কেন্দ্রের প্রাথমিক বিজয়ী যারা

ইসলামি জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০১৭’ ঢাকা কেন্দ্রের প্রাথমিক বাছাই পরীক্ষা ফার্মগেটের আইডিয়াল কমার্স কলেজে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই পরীক্ষায় ঢাকায় অবস্থানরত দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেন।

রাহাবার মাল্টিমিডিয়ার আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাসে চ্যানেল নাইনে সম্প্রচার করা হবে। ইফতারের পূর্বে প্রচারিত একঘণ্টার অনুষ্ঠানটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

ঢাকা কেন্দ্রের প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের আইডি নম্বরগুলো হলো-

এর আগে চট্টগ্রামে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১০০ জন প্রতিযোগীকে নিয়ে আগামী ২১ এপ্রিল ইউসিসি ক্যাম্পাসে চূড়ান্ত (লিখিত ও মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মূলপর্বের জন্য ১৪ জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে।

উল্লেখ্য যে, আলোকিত জ্ঞানীর চ্যাম্পিয়ন পুরস্কার ৩ লাখ টাকা, রানার আপ পুরস্কার ২ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেকেই পবিত্র ওমরা পালনের সুযোগ পাবেন। ৪র্থ ও ৫ম পুরস্কার যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। আর সেরা ১৪ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

এমএমএস/এমএস