অর্থনীতি

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনর পরিমাণ।দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে  ৪ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৬৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।সোমবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।টাকায় লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে বেড়েছে ১৮ কোটি টাকা কম। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৪১ কোটি টাকা।দেশের অপর শেয়ারকাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে। এ দিন সিএসইতে মোট ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৪টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি টাকা।এসআই/আরএস/আরআইপি