অর্থনীতি

ওমেরা এলপিজি এবং ওমেরা সিলিন্ডারের যাত্রা শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ওমেরা এলপি গ্যাস এবং ওমেরা সিলিন্ডার। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পণ্যগুলো উদ্বোধন করেন জ্বালানী প্রতিমন্ত্রী নাসরুল হামিদ, এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানী বিভাগের সচিব এবং ওপিএল ও ওসিএল এর চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দীকি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এম বদরুদ্দোজা।গ্রাহকদের উচ্চ চাহিদার কথা মাথায় এবং সহজলভ্যতা, ব্যবহারযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত সাপেক্ষে এমজেএল বাংলাদেশ লি: এর সহযোগি প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল) ওপিএল বাংলাদেশের এলপিজি বাজারে যাত্রা শুরু করেছে।দেশজুড়ে ওপিএল এর নিরবচ্ছিন্ন পরিবেশনা নিশ্চিত করতে মংলা, ঘোড়াশাল, বগুড়া ও মিরেরসরাইতে ইউরোপীয় প্রযুক্তিভিত্তিক অত্যাধুনিক বটলিং এবং মজুদকরণ ব্যবস্থা রয়েছে যার সম্মিলিত বাৎসরিক ধারনক্ষমতা ১ লক্ষ মেট্রিক টন। দেশের বর্ধিত চাহিদা পরিপূরনের জন্য ওপিএল এর নিজস্ব বটলিং এবং স্টোরেজ সুবিধা রয়েছে যা বাংলাদেশে সর্ববৃহৎ। এছাড়াও নদী পথের সদ্ব্যবহার করে নিরবচ্ছিন্ন পরিবেশনা নিশ্চিত করতে ইউরোপিয় এবং জাপানী প্রযুক্তি ভিত্তিক বার্জ “ওমেরা প্রিন্সেস” এর জন্য বিনিয়োগ করেছে।সর্বোত্তম পণ্য মান নিশ্চিত করতে হবিগঞ্জে স্থাপিত হয়েছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এর নিজস্ব সিলিন্ডার প্রস্তুতকারক কারখানা “ওমেরা সিলিন্ডারস লিমিটেড (ওসিএল)”। সিলিন্ডারের জন্য ওসিএল সর্বোচ্চ আন্তর্জাতিক মান ডিওটি৪বিএ ২৪০ এবং ডিওটি৪বিডবিøউ ২৪০ নিশ্চিত করেছে যা বাংলাদেশের সরকারের বিস্ফোরক অধিদপ্তর কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। সিলিন্ডিারগুলো  যথাক্রমে ৫.৫ কেজি, ১২ কেজি ও ৩৫ কেজি এই তিনটি আকারে।এআরএস/আরআই