ফিচার

লোক বুঝে কামড়ায় মশা!

গরমের পর্ব চলছে এখন। পাশাপাশি চলছে মশার উৎপাতও। অ্যারাসল, কয়েলসহ বিভিন্ন অত্যাধুনিক জিনিস দিয়েও পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না মশাদের। এরই মধ্যে একদল গবেষক বের করলেন নতুন এক তথ্য। গবেষণায় উঠে এসেছে, লোক বেছে ও গন্ধ বিচার করে কামড়াতে ভালোবাসে মশারা।এই পছন্দ করে কামড়ানোর ইচ্ছাটা আসলে মানুষের জিনেই লুকিয়ে আছে। বিজ্ঞানীরা আগেই জানিয়ে দিয়েছেন, বাছ-বিচার করেই কামড় বসাতে পছন্দ করে মশারা। একেক জনের গায়ের গন্ধে আকৃষ্ট হয় এই পতঙ্গ। আর গন্ধ বিচার করেই হুল ফোটায়। নতুন গবেষণা বলছে এই পার্থক্য সম্ভবত বংশগত।আটজোড়া আইডেন্টক্যিাল ও ১৯ জোড়া নন আইডেন্টিক্যাল টুইনসদের নিয়ে লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিকাল মেডিসিন একটি পরীক্ষা চালিয়েছে। দুই ভাগে ভাগ করা ওয়াই আকৃতির একটি টিউবে তারা বেশ কিছু মশাদের ছেড়ে দেন।উদ্দেশ্য ছিল পরীক্ষাধীন ব্যক্তিদের হাতের গন্ধে কীভাবে মশা আকৃষ্ট হয় সেটা দেখার জন্য। আইডেন্টিক্যাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু বেশি তাই বহু ক্ষেত্রে তাদের গায়ের গন্ধও অনেকটা এক রকম। এদিকে নন-আইডেন্টিক্যাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু তুলনামূলক কম তাই তাদের গায়ের গন্ধেও তেমন মিল নেই।যদি মশারা আইডেন্টিক্যাল যমজদের কোনো একজনকে কামড়াতে পছন্দ করে, দেখা গেছে তারা অন্যজনকেও কামড়ায়। কিন্তু নন আইডেন্টিক্যালদের ক্ষেত্রে এই ধরনের কোনো মিল পাওয়া যায় না।নতুন এই গবেষণা মশাদের সঙ্গে মানুষের সম্পর্কের বিবর্তনের নতুন এক দিক নির্দেশ করেছে। আশা করা হচ্ছে মশা নিয়ন্ত্রণে এ গবেষণা নতুন পথ দেখাবে।বিএ/আরআই