শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান ও বিএনপির সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার রাজনগর ইউপির মালতকান্দি, পুনাইখারকান্দি ও জামতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে আলী আকবর কাজী, ইমান কাজী, কাশেম চৌকিদার, আবুল খায়েরের নাম পাওয়া গেছে।
আহতদের মধ্যে রতন, ফয়সাল, শাহিন সরদার, আক্তার মীর বহরের নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজনগর ইউনিয়নের বিএনপির সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত ও আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান গাজী মো. জাকিরের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের ফলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়।
এরই সূত্র ধরে রোববার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দু`গ্রুপের লোকজন প্রায় ১০০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দু`গ্রুপের অন্তত ২২ জন আহত হয়। আহতদের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে ।
এ ব্যাপারে রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী মো. জাকির বলেন, সাবেক চেয়ারম্যান ও রাজনগর ইউনিয়ন বিএনপির নেতা আলীউজ্জামান মীর মালতের হুকুমে সকালে তার লোকজন আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমার লোকজন আহত হয়েছে।
এদিকে রাজনগর ইউনিয়নের বিএনপির সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত বলেন, আমি তিন মাস যাবত বাড়িতেই থাকিনা। থাকি শরীয়তপুর সদরে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে জাকির চেয়ারম্যান।
এ ব্যাপারে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজনের এ সংঘর্ষ। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে থানায় এনেছি।
মো. ছগির হোসেন/এফএ/জেআইএম