দেশজুড়ে

টাঙ্গাইলে বিএনপির প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইলে অনিয়মের অভিযোগ তুলে জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত প্রার্থী আনছার আলী সাগর ভোট বর্জন করেছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

টাঙ্গাইলের চারটি উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মির্জাপুর উপজেলার ছয়টি ও সখিপুর উপজেলার দুটি ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নে সংরক্ষিত ৩নং ওয়ার্ড ও বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

এদিকে, গোপালপুরের চার নং নগদা শিমলা ইউনিয়নের বিএনপির প্রার্থী আনসার আলী সাগর নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও এজেন্টকে মারধরের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাংবাদিকদের কাছে ইউনিয়নের ৯টি কেন্দ্র নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন।

মির্জাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন হচ্ছে ভাওড়া, বহুরিয়া, তরফপুর, আজগানা, লতিফপুর ও ফতেপুর ইউনিয়ন। এছাড়াও সখিপুর উপজেলা গজারিয়া ও দারিয়াপুর ইউনিয়নে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্যে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি