ওয়ানডে, টি-২০ এর পর এবার টেস্টেও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পাশাপাশি মুশফিক আরও জানান, ওয়ানডে সিরিজে জয়ের আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও বাংলাদেশ দলের বেশ কাজে লাগবে।মুশফিক বলেন, টেস্ট ক্রিকেট সহজ বিষয় নয়। টেস্ট ক্রিকেটে পাকিস্তান ৪ নম্বর দল। আর তাই চাপটা আমাদেরই বেশি থাকবে। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার যুক্ত হয়েছে। তবে ভালো ক্রিকেট খেলতে পারলে রেজাল্ট আমাদের পক্ষেই আসবে।এদিকে, একাদশে নতুন কোনো ক্রিকেটারের অভিষেক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টাইগারদের কোচ। আজ খুলনায় প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন করেছে টিম বাংলাদেশ।ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসে এগিয়ে আছে টাইগাররা। তাই অনুশীলনেও কোন ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও অভিজ্ঞতায় পাকিস্তানের মিসবাহ, উইনিস খানের চেয়ে পিছিয়ে আছে সাকিব, তামিমরা। তাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিনের অনুশীলনে বেশ মনোযোগী ছিলো টিম বাংলাদেশ।এদিন সাকিব, তামিম, মুমিনুলরা নেটে ব্যাটিং অনুশীলন করেন। নেটের ভেতরে বোলিং বিভাগে অনুশীলনের পাশাপাশি নেটের বাইরে ফিল্ডিং বিভাগেও প্রস্তুতি নেন তারা। আর দলের অধিনায়ক মুশফিক ওয়ানডের মত টেস্টেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।এমআর/আরআইপি