ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাক্ষাৎ না পেয়ে ডিএমপির প্রধান ফটক থেকেই ফিরে আসলেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে আসেন ওই প্রতিনিধি দল। এর আগে বিকেল ৪টা ৭ মিনিটে প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ তালুকদার, অ্যাডভোকেট মোসলেউদ্দিন জসীম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফরুক ফারুকীসহ মোট ছয়জন। অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, আমরা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। আমাদের বসতেও দেয়া হয়নি। প্রধান ফটকেই পুলিশ কনস্টেবল ও এসআই আমাদের সঙ্গে অসদাচরণ করেছেন।তিনি বলেন, আমারা ডিএমপি কার্যালয়ে এসেছিলাম রাজধানীর বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের যেভাবে প্রতিনিয়ত প্রেফতার করা হচ্ছে অন্তত মঙ্গলবার নির্বাচনের দিন যেন এ ধরনের কোনো হয়রানি না করা হয় এ বিষয়ে কথা বলতে। তিনি আরও বলেন, মঙ্গলবার যদি ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তাহলে নীরব বিপ্লব ঘটবে। আমাদের প্রার্থী মির্জা আবব্বাস ও তাবিথ আউয়ালের বিজয় ঘটবে। জেইউ/বিএ/আরআইপি