দেশজুড়ে

সুদের টাকা না পেয়ে তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের টাকা না দেয়ায় আবুল হোসেন (৭০) নামে এক তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ঘাতক আব্দুল মতিন পলাতক।

রোববার দুপুরে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন মুকুন্দগাঁতী পূর্বপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। পেশায় তিনি তাঁত ব্যবসায়ী।

নিহতের বড় ছেলে আব্দুল আলীম জানান, প্রায় ১৭-১৮ বছর পূর্বে আমার ছোট ভাই বাচ্চু সেখ তার ব্যবসার জন্য একই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিনের কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা নেয়। এরপর থেকে সে নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিল। বর্তমানে ব্যবসা মন্দা থাকায় কয়েক মাস ধরে ঠিকমতো সুদের টাকা পরিশোধ করতে পারছিল না। এ নিয়ে মাঝে মধ্যেই আব্দুল মতিন বাড়িতে এসে ঝগড়া করত।

তিনি আরও জানান, রোববার দুপুরে মুকুন্দগাঁতী বাজারে আমার বাবা আবুল হোসেন ও ছোট ভাইয়ের সঙ্গে মতিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মতিন চড়াও হয়ে বাবাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, সুদের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে মতিন ও বাচ্চুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে পাওনাদার মতিন মুকুন্দগাঁতী বাজারে বাচ্চুর বাবাকে মারপিট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/পিআর