দেশজুড়ে

সিরাজগঞ্জে ১০ ট্রাকচালকের জরিমানা

সিরাজগঞ্জে মোটরযানে বাম্পার, অ্যাঙ্গেল ধারাল ও চোখালো হুক থাকার দায়ে ১০ ট্রাক চালককে ৬৫০ টাকা করে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এ অভিযান চালান।

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও মোটরযান পরিদর্শক তারিক হাসান প্রমুখ।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন জানান, মোটরযানে বাম্পার, অ্যাঙ্গেল ও ধারাল ও চোখালো হুক রাখার বিরুদ্ধে বঙ্গবন্ধ সেতু গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

প্রায় শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়ে ১০ ট্রাক চালককে ৬৫০ টাকা করে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় ওই চালকদের বিরুদ্ধে মোটরযান আইনের ১৪৯ ধারায় মামলা করা হয়।

তিনি আরও জানান, বাম্পার, অ্যাঙ্গেল, ধারাল-চোখালো হুকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম