খেলাধুলা

রোনালদো সারা বিশ্বের, মেসি শুধু বার্সেলোনার

বর্তমান সময়ে ফুটবলে সবচেয়ে বড় এক বিতর্কের নাম কে বড় ফুটবলার? কে এগিয়ে? ‘লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো?’ এবার সেই বিতর্কে নতুন মন্তব্য যোগ করে দিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন।দুই জনের তুলনা করতে গিয়ে সাবেক ম্যানইউ বস বলেন, রোনালদো বিশ্বের যে কোনো লিগে সফল হবেন। কিন্তু মেসি সফল হবেন কিনা নিশ্চিত নন তিনি। তার মতে মেসি শুধু মাত্র বার্সেলোনার ফুটবলার। আর ওখানেই একমাত্র সফল আর্জেন্টিনার মহাতারকা।তবে কয়েকদিন আগে ব্রাজিল মহানায়ক পেলের ভোটটিও ছিল মেসির দিকেই। তিনি বার্সার মহাতারকাকে রোনালদোর থেকে এগিয়ে রেখেছিলেন। এরপরই ফার্গুসনের প্রিয় শিষ্য, রোনালদোর ভাষায় যে সম্পর্কটার নাম পিতা-পুত্রের মত, সেই পিতৃতুল্য ব্যক্তিটির কাছে থেকে পাল্টা ভোট পেলেন সিআর৭।ফার্গুসন বলেন, রোনালদো ও মেসির মধ্যে কে বড় ফুটবলার অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে। অনেকেই বলবে মেসি বড়। কিন্তু আমি বলব রোনালদো কিউপিআরের মতো দলগুলোতে খেলেছে। হ্যাটট্রিকও করেছে। আমি নিশ্চিত নই মেসি তা করতে পারবে কিনা।একইসঙ্গে তিনি আরও বলেন, রোনালদোর দুটো পা সমান চলে। ও সাহসী ফুটবলার। মেসিও সাহসী। তবে আমার মতে মেসি শুধু বার্সেলোনার ফুটবলার।এমআর/আরআইপি