টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার নান্দিনা ইউনিয়নের সিএনজিচালক ফরমান আলী (৩৫), দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)।
এ প্রসঙ্গে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি জানান, রোববার জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। এই ঘটনায় আহত অপর একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম