বাংলাদেশ রেলওয়ের ‘কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির এক সভায় এ অনুমোদন দেয়া হয়।
এ প্রস্তাবসহ আরও ১৩টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এসব তথ্য সাংবাদিকদের জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মূল চুক্তিতে ব্যয় ধরা হয়েছিল ৫৯৯ কোটি টাকা। এর সঙ্গে ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানোর কারণে এখন ব্যয় দাঁড়িয়েছে ৮২২ কোটি ৩৩ কোটি টাকা।
প্রকল্পের কাজের মধ্যে রয়েছে কাশিয়ানি-গোপালগঞ্জ সেকশনের পিএসসি স্লিপার, নতুন বাঁধ নির্মাণ, ছোট-বড় ব্রিজ নির্মাণ, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, লেভেল ক্রসিং গেট, একটি ফ্লাইওভার নির্মাণ প্রভৃতি।
বাস্তবায়নাধীন ‘শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক, যশোর’ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রস্তাবের আওতায় সফটওয়ার টেকনোলজি পার্কের বিদ্যমান ১৫ তলার ভিত্তির উপর ফ্লোর-৪ থেকে ১৪ তলা পর্যন্ত নির্মাণ কাজের ব্যয় দুই কোটি ৬৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি।
মোস্তাফিজুর রহমান বলেন, মংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দর হতে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের ড্রেজিং কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এখানে সর্বনিম্ন দরদাতা ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া। তাদের প্রস্তাবিত দর ১১৯ কোটি টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ২২ দশমিক ৮৯ শতাংশ কম।
২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ক্রয়ের প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি। পাঁচ লটে মোট পাঁচজন ঠিকাদারের মাধ্যমে পাঁচ হাজার ৮২ মেট্রিকটন টিন ক্রয় করা হবে। যার মূল্য ৬৫ কোটি ৯৪ লাখ টাকা।
এশীয় উন্নয়ন ব্যাংক ও নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে ‘সাউথওয়েস্ট এরিয়া ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট- সেকেন্ড ফেইজ’ প্রকল্পের আওতায় ‘ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্টস’ শীর্ষক পরামর্শক নিয়োগের প্রস্তাব।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় আবাসন পল্লী এলাকায় ২০ তলা ভিত্তির প্রতি তলায় ১২৫০ বর্গফুট আয়তনের ছয় ইউনিট বিশিষ্ট দুটি ২০ তলা এবং দুটি ১৬ তলা আবাসিক ভবন নির্মাণ (সিভিল, অভ্যন্তরীণ স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ ও গ্যাস লাইন স্থাপনসহ) কাজে ক্রয় প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
ভূমি মন্ত্রণালয়ের আওতায় তেজগাঁওয়ে ১৩ তলা বিশিষ্ট ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। সিভিল, অভ্যন্তরীণ স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ ও গ্যাস লাইন স্থাপনসহ যেখানে ২০ তলার ভিত্তি থাকবে, দুটি বেসমেন্টও থাকবে। এর সর্বনিম্ন দরদাতা হচ্ছে দেশ উন্নয়ন ও দি বিল্ডার্স, জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড যৌথভাবে। তাদের দর হচ্ছে ১০৫ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার টাকা।
পূর্বাচলে নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়েছে। এখানে দুটি প্যাকেজ রয়েছে। দুই প্যাকেজের আওতায় সেক্টর নম্বর- ২০ (আংশিক), প্যাকেজ : আরডিসি-২০, লট-০২ এবং সেক্টর নম্বর-২১ (আংশিক), প্যাকেজ আরডিসি-২১, লট-০১-এ কাজ হবে।
ঢাকার তেজগাঁও-এ ডিটিসিএ সদরদফতর ভবনের কাজের ক্রয় প্রস্তাব পুনর্বিবেচনাপূর্বক অনুমোদনের প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি। ১৩৮ কোটি ৬০ লাখ টাকা এ প্রস্তাবের অর্থমূল্য।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘৭০ হাজার ওভারলোডেড বিতরণ ট্রান্সফর্মার প্রতিস্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০ হাজার ৯১০টি ট্রান্সফর্মার ক্রয় করা হবে। এর অর্থমূল্য ২০৬ কোটি ২১ লাখ টাকা।
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ২০১৭-১৮ অর্থবছরে রাশিয়া, বেলারুশ ও কানাডা হতে রাষ্ট্রীয় পর্যা্য়ে চুক্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক মিউরেট অব পটাশ আমদানি চুক্তি নবায়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
একই অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের রুওয়াইস (Ruwais) ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইউরিয়া সার আমদানি চুক্তির ভূতাপেক্ষ অনুমোদনের প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে দুই লাখ টন ইউরিয়া সার আমদানি করা হবে।
এমইউএইচ/এমএআর/জেআইএম