দেশজুড়ে

টাঙ্গুয়ার হাওরে জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাসুক মিয়া (২৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে হাওরের কছম বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ধর্মপাশা উপজেলার গোলাপপুর গ্রামের আব্দুল হেলিমের ছেলে।

এদিকে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন সাদিকুল মিয়া (২৫) নামের আরেক জেলে। সাদিকুল একই উপজেলার রুপনগর গ্রামের বাসিন্দা।

ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক পৃথক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে নৌকাযোগে মাছ শিকার করতে যান মাসুক মিয়া। এ সময় আকস্মিক ঝড়ের কবলে নৌকাটি ডুবে গেলে সহযোগীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও মাসুক মিয়া নিখোঁজ হন। রোববার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রায় একই সময়ে হাওরের মুক্তারখলা বিলে ঠেলা জাল দিয়ে মাছ শিকার করতে যান সাদিকুল মিয়া। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে তিনিও নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেননি।

রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম