স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মঙ্গলবার ঢাকা ও চট্রগ্রামে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসী পেট্রলবোমাবাজ, সন্ত্রাসী ও মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেবেন। তারা শান্তির পক্ষে রায় দেবেন। সোমবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে এসব কথা বলেন।তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন, শান্তি ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভোটাররা সেদিকেই রায় দেবেন। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের নির্ভয়ে সত্যের পক্ষে ভোট দেবার আহ্বান জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। ৮মে কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির বাস্তবায়ন হবে। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশ তথা সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি পূরণ হবে।প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই শাহাজাদপুরের কাচারীবাড়িকে ঘিরে নানা প্রস্ততি শুরু হয়েছে। ভিত্তি ফলক উন্মোচনের পাশাপাশি সংবর্ধনা সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়, জেলা প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও নানা প্রস্ততিমূলক কার্যক্রম চলছে।এসময় জেলা প্রশাসক বিলাল হোসেন, পুলিশ সুপার এস,এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সিভিল সার্জন ডা. শামসুদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমজেড/আরআই