দেশজুড়ে

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

পারিবারিক কলহে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ সাদিয়া খাতুন (২৪)। ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাঠশালা মোড়ে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাদিয়ার দুই ভাই তার স্বামী শরিফুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সাদিয়ার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

সাদিয়ার বাড়ি ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মারমি গ্রামে। খবর পেয়ে সাদিয়ার দুই ভাই সেখান থেকে বোনের শ্বশুরবাড়িতে আসেন।

এ সময় শরিফুলসহ বাড়ির লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরেন সাদিয়ার দুই ভাই। অন্যরা আগেই চলে যেতে সক্ষম হয়।

সাদিয়ার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে, নাম সামিয়া। তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, সাদিয়ার পক্ষ থেকে তার বাবা সাবেদ আলী মামলা করেছেন। অন্যরা জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি