দেশজুড়ে

সিংড়ায় যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় ছালামত আলী (৩৫) নামে দিনমজুর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালিগঞ্জ গ্রামের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছালামত আলী নওগাঁর রানীনগর পাচুপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ছালামত আলী বেশ কয়েক বছর ধরেই কালিগঞ্জ গ্রামে বিভিন্ন স্থানে দিন মজুরের কাজ করতো। এরপর ওই এলাকাতেই বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি ছালামত আলী। রোববার সকালে ছালামত আলী গ্রামের একটি ধানের জমিতে কাজ করতে যান। কাজ শেষে সে সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেননি। এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে গ্রামের সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি বলেন, ওই যুবককে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর