খেলাধুলা

ফিফা প্রতিনিধির কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন

কমলাপুর স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফ বসানোর কাজ কতদূর এগিয়েছে  সেটিই পরিদর্শন করতে সোমবার ঢাকা ঘুরে গেলেন ফিফার প্রতিনিধি। পরিদর্শন শেষে কাজের গুনগত মান নিয়ে কোন মন্তব্য না করলেও, দ্রুতই স্টেডিয়ামটিতে টার্ফ বসানোর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।ফিফা প্রতিনিধি মারকোস কেলার বলেন,আমি ফিফার কাছে যে প্রতিবেদনটি দেব,তা হবে টেকনিক্যাল। স্টেডিয়ামটির বেজমেন্ট তৈরির কাজ এখনও অসম্পূর্ণ। আমার রিপোর্টে এটি নিয়ে কিছু থাকবে না। তবে আমার বিশ্বাস দ্রুতই কাজ সম্পন্ন হবে।গ্রেট স্পোর্টস ইনফ্রা`র অপারেশন্স পরিচালক লে. কর্নেল জন কে জন বলেন, খারাপ আবহাওয়ার কারণে আমাদের কাজ কিছুটা ব্যহত হয়েছে। তবে বাকি কাজটুকু আমরা দুই সপ্তাহের মাঝেই শেষ করতে পারব।এদিকে, নির্ধারিত সময়ে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানের কাজ সম্পন্ন না হওয়ায় চলতি মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাফুফে।ফিফার অর্থায়নে গত বছরের নভেম্বরে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ শুরু করেছিলো ভারত ভিত্তিক প্রতিষ্ঠান গ্রেট স্পোর্টস ইনফ্রা। চলতি বছরের মাঝামাঝি কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও, সেটা যে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না তা এখন মোটামুটি নিশ্চিতই।এমআর/আরআইপি