দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আগামী ২৬ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ২৩তম বৈঠকটি জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেবেলে অবস্থিত কেবিনেট কক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পরিচালক (আইন) ও কমিটি সচিব ছুমিয়া খানম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সভায় উপস্থিত থাকবেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি, খাগড়াছড়ি- ২৯৯ আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি- ২৯৯ নং আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম, আবদুল লতিফ, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পার্বত্য চট্টগ্রামের মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আওয়াল।
বার্তায় আরও জানা যায়, বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি আলোচনা ও বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
এই ব্যাপারে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য, প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈসিং এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী বলেন, আগামী ২৬ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকের পত্র প্রতিমন্ত্রী পেয়েছেন।
সৈকত দাশ/এএম/এমএস