গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা যুবলীগের সদস্য মোর্শেদ বিল্লাহ ওরফে ভিপি রাশেদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রাশেদের বাড়ি গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া এলাকায়।
মঙ্গলবার রাত ৯টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলার চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, রাতে মোর্শেদ বিল্লাহ ওরফে ভিপি রাশেদ মোটসাইকেলে পলাশবাড়ী শহর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। তিনি পলাশবাড়ী চৌমাথা এলাকায় আসলে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
এআরএস/আরআইপি