দেশজুড়ে

পুলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে পুলিশ অসুস্থ

কমিউনিটি পুলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে দুই ওসি ও নারী পুলিশসহ ৪০ জন পুলিশ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে এক এসআইসহ ৬ পুলিশ সদস্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দুই ওসি বাসায় চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার দুপুরে খাবার খেয়ে রাত থেকে অসুস্থ হতে থাকেন পুলিশ সদস্যরা। খাবারের প্যাকেটগুলো সরবরাহ করা হয় শহরের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। সদর মডেল থানার ওসি (তদন্ত) সারওয়ার হোসেন জাগো নিউজকে জানান, সোমবার সকালে ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রজেক্ট-পিআরপির আওতায় কমিউনিটি পুলিশের সভা সদর মডেল থানায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সরবরাহকৃত খাবার প্যাকেট উপস্থিত সদস্যদের মাঝে বিতরণ করা হয়। দুপুরের ওই খাবারগুলো খেয়ে ওসি গোলাম মোর্তুজা, ওসি (তদন্ত) সারওয়ার হোসেন, এসআই দুলালসহ ৪০ জন পুলিশের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে এসআই দুলাল, কনস্টেবল নাজমুল, খাদেমুল, সাথী, নাসিমা ও ইভা হাসপাতালে ভর্তি রয়েছেন।আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. বেনজির আহমেদ জাগো নিউজকে জানান, খাবার থেকে বিষক্রিয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। সদর মডেল থানার ওসি (তদন্ত) দাবি করে জানান, হোটেলের সরবরাহকৃত খাবার খেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জামাল উদ্দিন নাসের। তিনি জানান, তার হোটেলের খাবার খেয়ে এই ঘটনা ঘটেনি।এমজেড/আরআইপি