দেশজুড়ে

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

`সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার` প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে স্থানীয় আইনজীবী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা দায়রা জজ কেএম জুলফিকার আলী, অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমান, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কাজী রাব্বুল হাসান মোনেম ও পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল।সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনগত সহায়তা দিবে সরকার।এসএস/এমএস