সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পদ্মপুকুর ইউনিয়নবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটিতে ভাঙনকবলিত নদীর পাড়ে স্থানীয় একতা যুব সংঘ এই কর্মসূচির আয়োজন করে। একতা যুব সংঘের সভাপতি উত্তর কুমার মন্ডলের সভাপতিত্বে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য জিএম আবুল কাশেম, আশরাফ হোসেন, শহীদ হোসেন, শিক্ষক পুলিন চন্দ্র মন্ডল, চিকিৎসক বিশ্বজিৎ মন্ডল, জাকির হোসেন, তরুণ কুমার মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালে প্রলয়ংকরী জলোচ্ছ্বাস আইলায় লণ্ডভণ্ড হওয়ার পর ছয় বছর অতিক্রান্ত হলেও দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরকে রক্ষায় কোন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। বর্তমানে দুর্যোগ মৌসুম চলছে। এতে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যদিয়ে দিন কাটছে উপকূলবাসীর। ৩৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের অধিকাংশই জরাজীর্ণ উল্লেখ করে বক্তারা পদ্মপুকুর ইউনিয়নবাসীর জীবন-জীবিকা রক্ষায় অবিলম্বে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান।এসএস/আরএস