দেশজুড়ে

পাবনায় গৃহবধূর আত্মহত্যা

পাবনায় পা‌রিবা‌রিক কল‌হে হে‌লিনা বেগম (৪০) না‌মে এক গৃহবধূ গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছেন। বুধবার বি‌কেল ৫টার দি‌কে সদর উপ‌জেলার দোগা‌ছি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

‌নিহত হে‌লেনা বেগম একই গ্রা‌মের জিল্লুর রহমা‌নের স্ত্রী। তা‌দের দুই মে‌য়ে ও এক ছে‌লে র‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, সকা‌লে তুচ্ছ ঘটনায় শ্বশুরবা‌ড়ির লোকজ‌নের স‌ঙ্গে হে‌লেনা বেগ‌মের কথাকাটাকা‌টি হয়। প‌রে তি‌নি বা‌ড়ি‌তে ফি‌রে আসেন। দুপু‌রে তার স্বামী ও ছে‌লে-মে‌য়ে বড় মে‌য়ের শ্বশুর বা‌ড়িতে বেড়া‌তে গে‌লে বি‌কে‌লে ‌হে‌লেনা নিজ ঘ‌রের আড়ার স‌ঙ্গে গলায় ওড়না পেঁচি‌য়ে আত্মহত্যা ক‌রেন। এর আগেও ওই গৃহবধূ বিষ পা‌নে আত্মহত্যার চেষ্টা ক‌রে‌ছি‌লেন ব‌লে জানান স্থানীয়রা।

‌দোগা‌ছি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আলী হাসান জা‌গো নিউজ‌কে ঘটনার সত্যতা ‌নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরএআর/এমএস