দেশজুড়ে

বড়াইগ্রামে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কারবালা গলাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খোর্দ্দ কাচুটিয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩০) এবং একই এলাকার মৃত ছাবুলার স্ত্রী সাজেদা বেগম (৫৫)।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস নূর জানান, দুপুর দেড়টার দিকে দুইজন নারী ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মহাসড়কের পাশে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নাটোর থেকে বনপাড়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর