নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বাবুল মেম্বার হত্যা মামলার পলাতক আসামি কাজি সেলিমকে (৪৯) মাইজদি শহর থেকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।
গ্রেফতার কাজি সেলিম চরমটুয়া ইউনিয়নের মৃত হাজি রফিক উল্যার ছেলে। ২০১৫ সালে চরমটুয়া ইউনিয়নের বাবুল মেম্বার হত্যা মামলার পলাতক আসামি তিনি।
বৃহস্পতিবার দুপুরে সুধারাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজের নেতৃত্বে তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
মিজানুর রহমান/এএম/আরআইপি