টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছে একই পরিবারের দুই বোন।
গ্রেফতারদের বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ।
তিনি বলেন, বুধবার রাতে মধুপুর বাজার থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, নাসরিন আক্তার (৪২) এবং তার ছোট বোন শামিমা আক্তার (৩৫)।
এছাড়া একইদিন দুপুরে ঘাটাইল উপজেলা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকের খান (২৮) উপজেলার চক পাকুটিয়া গ্রামের জাফর খানের ছেলে।
এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম