দেশজুড়ে

বেগমগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের চাপায় ইমাম হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে চৌমুহনী আসার পথে চৌমুহনীর চৌরাস্তায় একটি দ্রুতগামী বাস ইমাম হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান/এআরএ/জেআইএম