দিনাজপুর ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার বিকেল ৫টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক হরিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে ভ্যানচালক আ. ছালাম (৫৫) ও কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে আ. ছালাম (৬৫)।
ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন সড়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এআরএ/জেআইএম