রাঙামাটিতে পৃথক ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদের দুইজনকে ইয়াবা পাচার এবং একজনকে যৌন নিপীড়নের অভিযোগে আটক করা হয় বলে জানায় কোতোয়ালি পুলিশ।
আটকরা হলেন মো. সাদ্দাম হোসেন (২৬), বেলাল হোসেন (২২) ও আমজাদ হোসেন (৪৬)। আটক দুইজনের কাছ থেকে ১ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বনরূপা চৌমুহনীর পুলিশ বক্সের সামনে দিয়ে মোটরবাইকযোগে যাওয়ার সময় সন্দেহ হলে সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।
এ সময় তল্লাশি চালিয়ে তার বহন করা ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরবাইকসহ আটক সাদ্দামকে কোতোয়ালি থানা হেফাজতে পাঠানো হয়েছে। ইয়াবার চালানটি কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে আসে বলে স্বীকারোক্তি দিয়েছেন আটক সাদ্দাম হোসেন।
ওসি আরও জানান, পৃথক ঘটনায় বিকেলে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ বেলাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া যৌন নিপীড়নের অভিযোগে সদরের মানিকছড়ি থেকে আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি