মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দী সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি `বাল্য বিয়ের কুফল ও এর আইনগত দিক` বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার এক স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কুল কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকির। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশাদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবচর প্রেসক্লাবের সভাপতি ও খাড়াকান্দী সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম নাসিরুল হক, খাড়াকান্দী সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. জামালুর রহমান খান, অভিভাবক সদস্য রওশনারা খানম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানের তিন দিন আগে অংশগ্রহণকারীদের মাঝে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষ হতে উল্লেখিত বিষয়ে একটি করে হ্যান্ডআউট বিতরণ করা হয়। হ্যান্ডআউটটি পড়ে শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রতিযোগীদের ভাগ্য পরীক্ষার মাধ্যমে দুইটি দলে চার জন করে মোট আট জনকে নিয়ে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দলভিত্তিক ১০ টি করে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী ও রানার আপ নির্ধারণ করা হয়। এরপর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সকল ছাত্র-ছাত্রীদের মধ্য হতে ছয় জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসএস/পিআর