ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন সোনার বাংলা ট্রাভেলসের অর্ধশতাধিক যাত্রী। এসময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার সকাল ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
বাসের কয়েকজন যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে এসে যানজটে আটকা পড়ে। যানজট থেকে বেরোনোর জন্য বাসচালক মহাসড়কের মূল অংশ ছেড়ে নির্মাণাধীন চার লেনের কাঁচা অংশ দিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিছু দূর যাওয়ার পর মাটিতে বাসটির সামনের চাকা দেবে যায়। এতে বাসটি হেলে পড়লেও উল্টে যায়নি। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বাসের যাত্রী আব্দুল মালেক ও খায়রুল মিয়া অভিযোগ করেন, বাসের চালক গাড়ি না চালিয়ে তার সহকারীকে দিয়ে গাড়ি চালানোয় এই অবস্থা হয়েছে। বাসটি যে পাশে দেবে গেছে তার পাশেই কয়েক ফুট গভীর খাদ ছিল। অল্পের জন্য বাসটি খাদে পড়েনি বলে জানান তারা।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, চালকের অসচেতনতার কারণে বাসের অর্ধশতাধিক যাত্রীর জীবন বিপন্ন হতে যাচ্ছিল। চালকরা সচেতন না হলে এ রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
এস এম এরশাদ/এফএ/এমএস