দেশজুড়ে

জয়পুরহাটে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে বৈশাখী মিলন মেলায় তাদের বরণ করে নেয়া হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন  জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম মোক্তাদির তিতাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, আতিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক তনু মোস্তফা, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন, পৌর কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম, কলেজ শাখার ছাত্র নেতা আহসান হাবিব প্রমুখ।

রাশেদুজ্জামান/আরএআর/আরআইপি