দেশজুড়ে

নেত্রকোনায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনায় আব্দুল আজিজ হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন আ. হামিদ (৪০), উজ্জ্বল মিয়া (২৩) পলাতক, হেলাল মিয়া (৪০), রব্বানী মিয়া (৪৫) এবং রেহানা বেগম (৪৫)। তাছাড়া রাশিদা বেগম (৩০), রওশনারা বেগম (২৮) ,নাদিয়া বেগম (৩০) কে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাবই গ্রামের আ. হামিদ (৪০),উজ্জ্বল মিয়া (২৩) পলাতক, হেলাল মিয়া (৪০), রব্বানী মিয়া (৪৫), রেহানা বেগম (৪৫) রাশিদা বেগম (৩০) রওশনারা বেগম (২৮), নাদিয়া বেগম (৩০) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুল আজিজ (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. জাহানারা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে উক্ত আসামিদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করলে আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেন। এসএস/এমএস