দেশজুড়ে

রাঙামাটিতে অবরোধ চলছে

রমেল চাকমার মৃত্যুর প্রতিবাদে রোববার সকাল থেকে রাঙামাটির সড়ক ও নৌপথে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। পাহাড়ি ছাত্র পরিষদসহ ইউপিডিএফ সমর্থনপুষ্ট ৭ সংগঠন এই কর্মসূচির ডাক দেয়।

তবে রাঙামাটির প্রধান শহরে অটোরিকশাসহ অভ্যন্তরীণ যানবাহন চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, রমেল চাকমা ইউপিডিএফ সমর্থনপুষ্ট ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নানিয়ারচর থানার সাধারণ সম্পাদক ছিলেন। ট্রাক পোড়ানো ও বাস লুটের অভিযোগে ৫ এপ্রিল জেলার নানিয়ারচর উপজেলা সদর থেকে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী।

পরে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মারা যান তিনি।

ঘটনার প্রতিবাদে ডাকা অবরোধের ফলে রোববার সকাল থেকে জেলার বাইরে সড়ক ও নৌপথে দূরপাল্লার কোথাও কোনো প্রকার যানবান ছেড়ে যায়নি এবং বাইরে থেকেও কোনো রকম যানবাহন প্রবেশ করেনি।

অবরোধের পক্ষে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা নানিয়ারচর, বগাছড়ি, ঘিলাছড়ি, সদরের কুতুকছড়ি, সাপছড়ি, কাউখালী, ঘাগড়াসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করার খবর পাওয়া গেছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে রমেল চাকমার মৃত্যুর ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে আন্দোলনকারী সংগঠনগুলো। রমেল হত্যা প্রতিবাদ কমিটি নামে একটি সদ্য সংগঠনের আহ্বায়ক সুনন্দা তালুকদার এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক অনিল চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে দাবি করে বলেন, মধ্যযুগীয় কায়দায় অমানুসিক নির্যাতনের কারণেই ছাত্রনেতা রমেল চাকমার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেনা নজরদারি ও পুলিশ প্রহরায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর ১৯ এপ্রিল রমেল চাকমা মারা যায়। মৃত্যুর পরও মরদেহ ছিনতাই করে সামাজিক, ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে পেট্রোল ঢেলে তা পোড়ানো হয়েছে। এর চেয়ে জঘন্য নিষ্ঠুরতা আর কী হতে পারে।

তারা বলেন, রমেল চাকমা হত্যার প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রোববার রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূিচ দেয়া হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ এবং রমেল চাকমা হত্যায় প্রতিবাদ কমিটিসহ পার্বত্য চট্টগ্রামের আরও পাঁচ নারী সংগঠন এই অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে।

এছাড়া মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের সামনে অবস্থান ধর্মঘট এবং ২৬ এপ্রিল নানিয়ারচর বাজার বয়কট কর্মসূচি পালন করা হবে।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস